অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতানিয়াহুর বিচার করতে হবে: মমতাজ উদ্দিন
গত ১৯ মার্চ ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হত্যার দায়ে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাওলানা মমতাজ উদ্দিন বলেন, সম্প্রতি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছিলেন। তার বিদায়ের পরে পরেই যুদ্ধ বিরতি চুক্তি থাকার পরেও ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যা চালিয়েছে ইসরাইল। আমরা জানি না এ ব্যাপারে তার কি ভূমিকা ছিল! আমরা এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করে অনতিবিলম্বে ইসরাইলি রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক।
তিনি আরো বলেন, জালিম ইহুদি রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী বাহিনী কতৃক ফিলিস্তিনের নিরিহ জনগোষ্ঠীর উপর চলমান গণহত্যা বন্ধে, বিশ্বের মুসলিম নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এ ছাড়া জাতিসংঘ ও ইসলামী সহযোগী সংস্থাকে (ওআইসি) প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে বের হয়ে, নৈতিক ও মানবিক ভূমিকায় আসার আহ্বান জানানো হয়।
মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর সঞ্চালনায় ও মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক নেতা আবুল হাশেম বাদল, মহানগর কর্মপরিশোধ সদস্য মাওলানার শাহজাহান সিরাজী, জামায়াতের রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান। রংপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাক আহমেদ, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া, পেশাজীবী থানা-২ এর আমির গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
এর আগে দুপুর দুই টায় রংপুর নগরীর শাপলা চত্বর থেকে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর আজ কোম্পানি মোড় প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।