প্রায় ১৩ বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়রের দায়িত্ব পালন করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ওসমানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আইভী খবরের শিরোনাম হয়েছেন একাধিকবার। তবে ক্লিন ইমেজের এই নেত্রীর বিরুদ্ধে রয়েছে প্রকল্পে অনিয়ম, রেলের জমি দখল, জায়গা দখল করে মার্কেট নির্মাণসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ। অবৈধ সম্পদ গড়ার অভিযোগ উঠেছে তার ভাই ও ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধেও। তবে আইভীর দাবি, এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন তিনি। ক্ষমতার পটপরিবর্তনের পর দেশের সবগুলো সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। গত ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একইদিনে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।