ধীরে ধীরে নামতে শুরু করেছে এ তিন জেলার নিম্নাঞ্চলের পানি। তবে বিশুদ্ধ পানি, খাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে বন্যাদুর্গত এলাকায়। বানভাসি অনেক মানুষের অভিযোগ, না খেয়ে দিনরাত কাটাচ্ছেন তাঁরা। এ পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি তাঁদের কাছে। তবে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রাণ বিতরণ অব্যাহত আছে। ময়মনসিংহের দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছায়নি ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বুধবার ভোর থেকে মানুষের ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। তবে বন্যাদুর্গত এলাকার অনেকেই কোনো ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন। জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, মঙ্গলবার রাতে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাড়িঘরের পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে। বৃষ্টি না হলে দু-এক দিনের মধ্যে পানি পুরোপুরি নেমে যাবে। এই কর্মকর্তা বলেন, তিন উপজেলায় ৭ লাখ টাকা ও ৬৩ টন চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত