গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় অটো ভ্যান বিতরণ এবং ক্ষুদ্র ঋণ গৃহীতা ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।
৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অটো ভ্যান দুটি হস্তান্তর করেন রংপুর বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তর পরিচালক জিলুফা সুলতানা।
সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের এই উদ্যোগে সুবিধাভোগী দু'জন হলেন পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের লোকমানপুর গ্রামের শাহনুরী বেগম ও জোহরা বেগম। তারা দীর্ঘ দিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
সমাজসেবা কার্যালয় আশা করছে, এখন থেকে তারা এই ভ্যানের মাধ্যমেই জীবিকা নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর মাধ্যমে সুবিধাভোগী ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকবেন।
সুবিধাভোগী শাহনুরী বেগম বলেন আমার ছেলে এই গাড়ি চালিয়ে সংসার চালাতে পারবে বলে আশা বাদ ব্যক্ত করেন। আজ থেকে প্রায় ২০ বছর ধরে আমি ভিক্ষা করছি, এজন্য বিভিন্ন ধরনের কথাও শুনতে হতো মানুষের নিকট থেকে । কিন্তু আমাদের কিছু করার ছিল না। এখন পলাশবাড়ী উপজেলা সমাজসেবা অধিদপ্তর এই অটো ভ্যান দেয়ায় আমাদের খুব সুবিধা হলো। এখন থেকে আর ভিক্ষা করতে হবে না।
এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, গাইবান্ধা জেলা সমাজসেবা অফিসার উপ-পরিচালক ফজলুল হক, পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল সরকার, কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত