পবিত্র ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষা সামনে রেখে যানজট নিরসনের লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারের ফুটপাত দখলমুক্ত, নির্ধারিত সময়ে লরি, টমটম, ট্রাক চলাচল ও মালামাল লোড আনলোড করা, অটোরিকশা ও সিএনজি'র অস্থায়ী বাসস্ট্যান্ডের জায়গা নির্ধারণসহ নিয়মমেনে বালুর ট্রাক চলাচলের বিষয়াদি নিয়ে বাজার ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ, ২০২৫) দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষা সামনে রেখে এক মতবিনিময় সভা এই সব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্তের আলোকে কুলিয়ারচর বাজারের ভিতর সকাল ৮টা হইতে রাত ৮টা পর্যন্ত লরি, টমটম, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে ও মালামাল লোড আনলোড করা যাবে না এবং এসব গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। বাজারে যাদের স্থায়ী দোকানের সামনে ও ফুটপাত দখলমুক্ত করতে হবে। যদি স্থায়ী দোকান মালিকরা তাদের দোকানের সামনে ফলের দোকান, পান-সুপারীর দোকান, বিকাশ ও নগদের দোকান বসিয়ে ভাড়া আদায় করলে ঐ দোকান মালিকদের আইনের আওতায় আনা হবে। বাজারের অটোরিকশা ও সিএনজির অস্থায়ী স্ট্যান্ড হিসেবে রবিনসন মার্কেটের সামনে নিউটাউন, বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদের সামনে পুরাতন হাসপাতাল প্রাঙ্গণ ও সাবরেজিস্টার অফিসের সামনে খোলা জায়গা ব্যবহার করবে। এছাড়া বাজারের ভিতরে কোনো ইট-বালুর ট্রাক চলাচল করবে না ও নিয়মমেনে ত্রিপল দিয়ে ইট-বালু ঢেকে নেয়া ও ওভারলোড না করা।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম, কুলিয়ারচর বাজারের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলম, হোমিওপ্যাথিক চিকিৎসক হান্নান শাহ, বিশিষ্ট ইলেকট্রনিকস ব্যবসায়ী ও উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, রড সিমেন্ট ব্যবসায়ী মোঃ মিল্লাত মিয়া, হার্ডওয়্যার ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন, কাপড় ব্যবসায়ী মোঃ আবু সাঈদ ও হরেণ, চাউল ব্যবসায়ী জনি ও বাচ্চু মিয়া, ইট-বালু ব্যবসায়ী মোঃ মামুন মিয়া, টিন ও হার্ডওয়্যার ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম, ফিড ব্যবসায়ী আশফাক আহমেদ, কাঠ ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত