জীবন বীমার ক্ষেএে শীর্ষ না সন্ধানী লাইফ ইনসুরেন্সের কোঃ লিঃ
আজ বুধবার দূপুরে সন্ধানী লাইফ ইনসুরেন্সের কোম্পানি লিমিটেড এর পঞ্চগড় শাখা অফিস এইচ,কে প্লাজার ৫ ম তলায় ব্যবসা পরিকল্পনা সভা, প্রশিক্ষণ কর্মশালা, পুরস্কার ও চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইনসুরেন্সের কোঃ লিঃ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রংপুর ও রাজশাহী) বিভাগীয় প্রধান মোঃ মোস্তফা আল-কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
( জিএম শাখা নির্বাহী) পঞ্চগড় শাখা কার্যালয় মোঃ রফিকুল ইসলাম,(ডিজি,এম ইনচার্জ) তেতুলিয়া শাখা অফিস
মোঃ শাহআলম, দিনাজপুর -টু শাখা অফিসের (এজিএম) ইনচার্জ মোছাঃ সামরিনা জাহান বাধন, পঞ্চগড় নিউ প্রেসক্লাবের সভাপতি মোঃ তোতা মিয়া সহ সকল কর্মকর্তাবৃন্দ।