পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে হঠাৎ বাংলাদেশে আমদানি বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পরেছে শ্রমিক ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষ।
বন্দরের শ্রমিক লিডার সভাপতি মোঃ আক্তাররুল জামান, বলেন গত এক সপ্তাহ ধরে হঠাৎ নেপাল ভুটান থেকে বাংলাদেশে পাথর সহ বিভিন্ন মালামাল আমদানি বন্ধ হয়ে আছে।
এতে করে পঞ্চগড় তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থল বন্দরে শ্রমিক ব্যবসায়ীরা বেকার হয়ে পড়েছে। এ সময় স্থানীয় বাংলা বান্দার সিএনএফ এজেন্ট এসোসিয়েশন সেক্রেটারি জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, বলেন বাংলাদেশে ভুটানের পাথর আশা বন্ধ হওয়ার একটাই কারণ। ইন্ডিয়া একটি স্লোট বুকিং এর আওতায় ইন্ডিয়া ভুটান কে নিয়ে এসেছে, ইন্ডিয়া বরাবরই চাইবে ভুটান যেন ব্যবসা করতে না পারে বাংলাদেশের সাথে এটাই তাদের লাভ।
এছাড়াও ইন্ডিয়া নিজেরাই নিজের পাথর বন্ধ করে রেখেছে। আর ভুটানকেও মাঝখানে ব্যবসা করতে দিচ্ছে না। আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছে। বাংলাদেশ সরকার ও হারাচ্ছে বড় অংকের একটি রাজস্ব। বর্তমানে স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যের অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে।
এতে করে পণ্যের দামও বাড়বে এবং সরকার রাজস্ব যেটি হারিয়েছে, তাতো হারিয়েছেই। আমরা চাইবো ভুটান ও ইন্ডিয়া আগের মতই বাংলাদেশে আমদানি রপ্তানি কার্যক্রম যেন অব্যাহত থাকে। পঞ্চগড় তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোষ্টের এসআই, ইনচার্জ মোঃ ফিরোজ করির। বলেন আমাদের এখানে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক তবে ভিসা কার্যক্রম শুরু হলে আরো সচল হতো।