উপ-সম্পাদক পঞ্চগড়
শনিবার ১৯ এপ্রিল দুপুরে পঞ্চগড় বাংলাবান্ধা জিরো পয়েন্টে এলাকায় জাতীয় পতাকাস্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
জেলা প্রশাসন সূত্র জানা যায় বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার একটি ফ্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা উড়ানো হয়।
কিন্তু বাংলাদেশ প্রান্তে বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড বা সেভাবে পতাকা উত্তোলনের ব্যবস্থা ছিল না। বাংলাদেশের প্রান্তে ভারতের চেয়েও বেশি উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা উড়ানোর দাবি ছিল স্থানীয়দের।
এবার এর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একটি গেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হলো।
জেলা প্রশাসক মোঃ সাবেত আলী বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্টে আমাদের পঞ্চগড় বাসী মানুষের দাবি ছিল আজ তা পূর্ণ হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর সহ-সভাপতি মো. আব্দুল্লাহ, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত