পঞ্চগড় আমাদের সকলের সর্ব উত্তরের জেলা এ জেলার মানুষ যেমন সহজ-সরল তেমনি প্রকৃতির শিতল ছায়ায় ঘেরা যেন এক সুন্দর্যের লীলাভূমি। এলাকায় রয়েছে অসংখ্য নদ-নদী নদীতে গরিব অসহায় কৃষাণ কৃষাণী ও জেলেরা মাছ ধরে জীবিকা অর্জন করতেন। আর গরিব কৃষকেরা করতো চৈত্র বৈশাখে বোর ধান চাষ এতে করে তাদের ছয় মাসের ঘরের খাবার সংগ্রহ কত।
এই সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি ও নদ-নদীর সুন্দর্যের লীলাভূমি বাঁচাতে আমাদের সবাইকে সংগ্ৰাম করতে হবে। কেনো না বর্তমানে কিছু অর্থ লোভী অসাধু প্রভাবশালী ব্যাক্তি প্রভাব খাটিয়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করে দিন'রাত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদ-নদী এমন কি ফসলি জমির বুক চিরে প্রায় ৭০ ফিট গভীর থেকে খনিজ সম্পদ পাথর অবাদে উত্তোলন করেই যাচ্ছে। শুধু তাই নয় সমতল ভূমির গভীর থেকে বেরিয়ে আশা বিশাল প্রকৃতির শালকাঠ গুলো অনায়াসে হরিলুট করছে । পরিবেশবিদদের মতে এক সময় আমাদের সবার জন্য পঞ্চগড় ভূমিকম্পের হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে বলেও জানান।
একটি নয় দুটি নয় শত-শত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে দিন-রাত চলছে পাথর উত্তোলন। সরেজমিনে গিয়ে দেখা গেছে শুধু তেঁতুলিয়া উপজেলা ভজনপুর নয়, পঞ্চগড় সদরের আনাচে কানাচে নদী সহ ফসলি জমির বুক চিরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা জানান এবিষয়ে প্রশাসনের লোকজন কে একাধিকবার অবগত করেও কোনো ফলাফল পাওয়া যায় নাই। পঞ্চগড়ে সচেতন মহলের মানুষ বলেছেন আমাদের পঞ্চগড় জেলার প্রকৃতি ও সুন্দর নদ-নদীর যদি আমরা এই অর্থ লভি ব্যক্তিদের কবল থেকে রক্ষা করতে না পারি তাহলে দেখা যাবে এক সময় সবাই কে এরজন্য বড়ধরনের মাশুল দিতে হবে আর তীব্র ভূমিকম্পে পরতে হবে সবাইকে মাটির নিচে চাপা।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত