পঞ্চগড় গত ৮মার্চ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আলামিন (৩৬), নামে চোরাকারবারি নিহত হয়।
তারই প্রতিবাদে ও মরদেহটি দেশে ফিরিয়ে আনতে তেতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্টে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(১০ মার্চ ২০২৫ সোমবার) বিকেল ৩:৩০ মিনিটে তেতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্টে ভারত বাংলাদেশ দুই পক্ষের সেক্টর কমান্ডার পর্যায় সৌজন্যে সাক্ষাত করেন।
বাংলাদেশ বিজিবি এর পক্ষ থেকে নেতৃত্ব দেন কর্নেল গোলাম রব্বানী
(পিএসসি জি সেক্টর কমান্ডার বিজিবি ঠাকুরগাঁও)
এবং ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেন, শ্রী (পি,কে শিং) সেক্টর কমান্ডার বিএসএফ শিলিগুড়ি।
এ সময় বিএসএফকে সীমান্ত হত্যাকাণ্ডে জন্য কঠোর প্রতিবাদ জানায় বাংলাদেশ বিজিবি এবং বলেন বিএসএফ সীমান্ত হত্যাকান্ড ঘটিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন।
এ ব্যাপারে বিএসএফ জানিয়েছেন বিএসএফের সদস্যরা আত্মরক্ষার্থে ফায়ার করেছে যা অনাকাঙ্ক্ষিত এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।
সেই সাথে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করেছেন, এবং বাংলাদেশী যুবকের মরদেহ টি ভারতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত