পঞ্চগড় গ্রাম অঞ্চল থেকে দিন দিন বিলুপ্তি হয়ে যাচ্ছে দেশীয় হাঁস মুরগি বেচাকেনা হাট, গৃহস্থের কাছ থেকে হাঁস কিংবা মুরগি কেনা বড়ই ভার। গৃহস্থরা হাঁস মুরগি বাজারে নিয়ে আসার আগেই রাস্তার মোড়ে পাইকাররা তাদের কাছ থেকে সস্তা দামে কিনে নিচ্ছে ফলে এই সুযোগ হারাচ্ছে সাধারণ ক্রেতারা। হাটে গিয়ে গৃহস্থের কাছে হাঁস মুরগি কেনা তো দূরে থাক চোখেই পড়ে না গৃহস্থেদের। ক্রেতারা বলছেন একেই তো দেশি মুরগি পাওয়া যাচ্ছে না তার উপর পাইকারদের উৎপাত এর কারণে দেশি মুরগি চড়া দামে কিনতে হচ্ছে। পঞ্চগড় হাড়ি ভাসা, চাকলা হাট ঘুরে দেখা গেছে হাঁস মুরগির বাজারে গৃহস্থের পরিবর্তে পাইকাররা গ্রাম অঞ্চল এর হাট গুলো দখল করে রেখেছে আর চড়া দামে কিনতে হচ্ছে হাঁস মুরগি। গৃহস্থের কাছ থেকে চুক্তি তে হাস মুরগি কিনলেও পাইকারের কাছ থেকে কিনতে হচ্ছে কেজি দরে। তারপরেও বোঝা ভার কোনটা দেশি আর কোনটা পাকিস্তানি। বর্তমান বাজারে দেশি মুরগি ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করছে পাইকাররা। এভাবেই গ্রাম বাংলার ঐতিহ্য দিন দিন পাল্টে যেতে বসেছে।