পঞ্চগড় আটোয়ারী ডিগ্ৰী কলেজ মাঠে মেলা কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক এর সমন্বয়ে চলছে প্রথমে লটারি নামে সততা লাকি কুপন জুয়া, ৬টি প্যান্ডেলে অশ্লীল নৃত্য, সর্বশেষে চলছে ভিআইপি জুয়া হাউজি।
পঞ্চগড় আটোয়ারী উপজেলার আলোয়াখয়া রাশ মেলায় প্রতি বছর এইদিনে জমে উঠতো পশু মেলা, মেলায় ক্রয় বিক্রয় হতো পশু। গরু, ছাগল ,মহীষ,ঘোড়া ইত্যাদি।
কিন্তু এই মেলায় এবার কিছু অসাধু ব্যাক্তি বিভিন্ন মহলকে ম্যানেজ করে শুরু করেছে নোংড়া বানিজ্য যাকে বলা যেতে পারে লোভ দেখিয়ে মানুষের পকেটের টাকা লুটপাট।
যা বর্তমান প্রেক্ষাপটে কিছুতেই চলতেদেওয়া জায়না।
জেলা জুড়ে যখন মানুষ অভাব অনটনে দিনপাড় করছে অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন ঠিক সেই মুহূর্তে একশ্রেণীর লোকেরা একের পর এক মেলার পরিবেশ নষ্ট করে চালিয়ে যাচ্ছে নানান কান্ড। প্রথমে শুরু করেছিল ৬টি মঞ্চে অশ্লীল নৃত্য, অন্যদিকে অবৈধ সত্যতা লাকি কুপন নামে জুয়া। আর পকেট কাটছে হাজারো মানুষের।
ওই মঞ্চেই এখন আবার চালাচ্ছে ভিআইপ জুয়া হাউজি।
এসব কিছু চলছে কর্তৃপক্ষের নাকের ডোগার উপর দিয়ে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত