পঞ্চগড়ে রবিবার ২৩ জুন বিকেল ৪ টার সময় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগসহ সকল স্তরের নেতাকর্মীরা পঞ্চগড় পার্টি অফিস থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো পদক্ষিন করে পঞ্চগড় পার্টি অফিসের এসে শেষ হয়।
এ সময় শোভাযাত্রাটিতে অংশগ্রহণ করেন পঞ্চগড় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ শ্রমিক লীগ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, কৃষক লীগ, নবীন লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ জেলার সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন, শোভাযাত্রা শেষে পার্টি অফিসে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে মিলে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দ্রুত এগিয়ে যাবে।