অগ্রহায়ণ আসতে আর মাত্র কয়েক দিন বাকি এরিমধ্যে কৃষকেরা আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন চারিদিকে ধানের মৌ মৌ গন্ধে মুখরিত। এখনো পুরোপুরি শীত নামতে শুরু করেনি হালকা শীতের ছোঁয়া পরেছে মাত্র। অমরখানা ইউনিয়নের ধান চাষি মোঃ আক্কাস আলী জানান বর্তমানে বাজারে শুকনো আমন ধানের মন ১১ শত থেকে ১২ শত টাকা দরে বিক্রি হচ্ছে। বিঘা প্রতি সার কিটনাশক বিসতলা ও লেভার খরচ বাদ দিয়ে কিছুটা লাভ থাকে তবে ধানের দাম আর কিছুটা বাড়লে কৃষক লাভবান হতো। অন্যদিকে বাড়ি বাড়ি শীতের মজাদার ভাপা পিঠা, পায়েস, খির,তেল পিঠাসহ নানান আইটেমের পিঠা খেতে পিছিয়ে নেই তারা। তবে এবার ধানের ফলন খুব ভালো হয়েছে। ধান কাটা কৃষাণ কৃষাণীরাও খুশি এবারের আমন ধানের ফলন ভালো হওয়ায়। কোনদিন তাদেরকে বসে থাকতে হয় না, রাত পোহালেই কৃষকরা বাড়িতে দাঁড়িয়ে থাকে ধান কাটার কাজ করার জন্য বর্তমান প্রতি বিঘা ধান কাটার মজুরি ২৮ শত টাকা।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত