পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের সব চাইতে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রবিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ঢাক ঢোল আর উলুর ধ্বনি এর মধ্য দিয়ে বিসর্জন দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মা দুর্গা পূজার শেষ আয়োজন।
অন্যান্য দিন হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপস্থিতি কম থাকলেও, প্রতিমা বিসর্জনের দিনে তাদের উপস্থিতি ছিল উপচে পড়া। এসময় পঞ্চগড় করতোয়া নদীর তীরে হিন্দু মুসলিম সকল শ্রেণীর পেশার মানুষ ছিল চোখে পড়ার মতো।
এ সময় তাদের নিরাপত্তার জন্য ,পঞ্চগড়ের আইন-শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবক দল এর করা নিরাপত্তার মধ্য দিয়ে সুসংগঠিত ভাবে বিসর্জন হয়েছে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব সারতীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের মা দুর্গা প্রতিমা বিসর্জনের সময় পঞ্চগড় শহরে যানবাহন চলাচল প্রায় এক ঘন্টার মত থমকেছিল। প্রতিমা বিসর্জনের পর সক্রিয় হয়েছে পঞ্চগড় সহ সড়কগুলো। হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কথা বলে জানা যায় এবারের পূজা মোটামুটি খুব ভালো হয়ে যায়, বর্তমান সরকার আমাদের কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন।