পঞ্চগড়ে শীতের সবজি শিমের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি, পঞ্চগড় হাফিজাবাদ ইউনিয়ন ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা যায় এবার আবহাওয়া অনুকূলে থাকার কারণে শিমের বাম্পার ফলন হয়েছে।
আমাদের দেশের প্রবাদে আছে শীত কালীন সবজি ডুবিয়ে খাও কব্জি, শীত মানেই হরেক রকমের সবজির চাষ। কার্তিক মাস পড়েছে এখন শীতের শুরুতেই বইতে শুরু করেছে হিমেল হাওয়া সেই সাথে ঘন কুয়াশা। উত্তরের হিমেল বাতাসে দোলছে শিমের বেগুণী রঙের ফুল।
পঞ্চগড় হাফিজাবাদ ইউনিয়নের রাজনগর এলাকার শিম চাষী বলেন প্রতিবছরের ন্যায় এবারও আমি প্রায় এক বিঘা জমিতে শিম চাষ করেছি। শিম গাছে বর্তমান ফুল ধরেছে গাছের বাহার দেখে মনে হয় ফলন ভালো হবে। এখনো শিম বাজারে বিক্রি ঠিকমত শুরু হয়নি, কিছুদিন পুর্বে ১০ কেজি শিম তুলেছিলাম ১৯০ টাকা কেজি দরে বিক্রি করেছি বর্তমান বাজারে শিমের কেজি ১৫০ টাকা আশা করি এবার শিম চাষে কিছুটা হলেও লাভবান হব।