বর্তমান সমাজে সুশাসনের অভাবে ঘটছে নানান ঘটনা পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের টেংগনমারী এলাকার বাসিন্দা রুবিনার অভিযোগ। তার স্বামী সকালে কর্মস্থলে চলে গেলে, একই এলাকার বাসিন্দা মারামারি মামলার পলাতক আসামি জাহিরুলের বোন মর্জিনা ও তার সহযোগী বাবুল এর ভাই সাহাবুলের স্ত্রী নাজু সহ আরো কয়েকজন মিলে রুবিনার বাড়ির টিনের চালে প্রতিদিন পাথর নিক্ষেপ করতে থাকে।
এমনতা অবস্থায় বাড়িতে নিক্ষেপ করা পাথর রুবিনার কন্যা সন্তানের গেয়ে লাগলে রুবিনা, দেখতে পেয়ে বাবুল কে জিজ্ঞেস করতে গেলে। বাবুল নাজু মর্জিনা ছালমা সবাই মিলে রুবিনা কে তার বাড়ির উঠানে মারতে আসে এবং বিভিন্ন নোংড়া ভাষায় গালিগালাজ করতে থাকে।
এমন অত্যাচার প্রতিদিন এরা করতে থাকে, ভুক্তভোগী রুবিনা, এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইদুল কে একাধিকবার অবগত করেও কোনো সুরাহা পায়নি।
এছাড়াও বাবুল গং এর এমন মানবাধিকার লঙ্ঘন এর কথা এলাকার সবাইকে জানান ভুক্তভোগী রুবিনা, কোনো সুবিচার না পেয়ে।
বিষয়টি দেখার জন্য গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
কেনো না বর্তমান প্রেক্ষাপটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ নানান ভয়ানক কাজ করে যাচ্ছে তাই রুবিনা তার দুই কন্যা সন্তান নিয়ে আতংকে আছেন।
কারন তাদের মধ্যে কোনো বিবেক নেই এরা কথায় কথায় লাঠিসোটা নিয়ে রুবিনা কে বাড়িতে একা পেয়ে দলবদ্ধ হয়ে মারতে আসে।