1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

পঞ্চগড়ে নির্মাণের তিন বছরের মধ্যেই একটি ব্রীজের দু’পাশে ধসে পড়ে মরণ ফাদে পরিণত হয়েছে,

কার্যনির্বাহী সম্পাদক, মোছাঃ আছমা আক্তার আখি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে একটি ব্রিজের দু’পাশে ধ্বসে পড়ে মরণ ফাঁধে পরিণত হয়েছে, ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।

পঞ্চগড় সদর উপজেলা কামাত কাজলদীঘি ইউনিয়নের আওতাধীন তালমার দক্ষিণ পাশে অবস্থিত
সুইস গেট বান্দারপাড়া কুচিয়া মোর এলাকায় প্রায় বছর তিনেক আগে একটি ব্রিজ নির্মাণ করা হয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি এর মাধ্যমে।

অতি বৃষ্টি ও অধিক পানি প্লাবিত হয়, এতে ব্রীজটির দুপাশে ধসে পড়ে। বর্তমানে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রমজান আলীর সাথে কথা বলে জানা যায়, গত বছর অনেক বৃষ্টি হওয়ার কারণে ব্রীজটির দুপাশে ধসে পড়ে।

স্থানীয়দের থেকে খবর পেয়ে কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোফায়েল ইসলাম নিজস্ব অর্থায়নে ব্রীজটির কিছুটা সংস্কার করেন, আমাদের এলজিইডির পক্ষ থেকে পুনরায় সংস্কার করার জন্য কোন বাজেট বা বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু কতৃর্পক্ষের কাছে আমরা আবেদন দিয়ে রেখেছি বরাদ্দ পেলে আমরা দ্রুত ব্রীজটি পুনরায় সংস্কারের কাজ শুরু করব।

এ বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন এই ব্রিজটি অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এরই মধ্যে এখানে পিক আপ, ও অটো উল্টে খাদে পড়ে যায় এবং আহতের ঘটনাও ঘটেছে।
আমরা সকলেই কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত এই ব্রিজ টি সংস্কার করার জন্য।

অপরদিকে দেখা গেছে সরকারি খাস জমিসহ মালিকানা জমির উপর দোকান ঘর নির্মাণ করা হয়েছে।
সেই ঘরগুলো ব্রিজ সংলগ্ন হওয়ায় ভেঙে পড়ছে। এ বিষয়ে আমরা এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রীজটি সংস্কারের জন্য অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত