1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে খেলাধুলা

উপসম্পাদক তোতা মিয়া পঞ্চগড়
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় এখন জেলা প্রশাসক সাবেত আলী মহোদয়ের প্রচেষ্টায় সুন্দর পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে।  

পঞ্চগড়ে উৎসবে মুখর পরিবেশে মেতে উঠেছে পঞ্চগড়ের তরুণরা। মাসব্যাপি তারুণ্যের উৎসবে  হাজারো তরুণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ভিন্ন রকম আমেজ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে সকল শ্রেণী পেশার মানুষ। 

জানাগেছে, পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসবের বিভিন্ন ইভেন্টে কয়েক হাজার তরুণ অংশ নিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে তারুণ্যের উৎসবে মোট ২৫ টি ইভেন্ট আয়োজন রয়েছে। গত ১৮ ডিসেম্বর এই উৎসব শুরু হয়। ২৫ টি ইভেন্টের মধ্যে প্রত্যেক উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা ধুলা হাজারো দর্শক উপভোগ করছে।

প্রত্যেক ইউনিয়ন এবং উপজেলায় কেমন চাই আগামীর বাংলাদেশ শিরোনামে তরুণদের অংশ গ্রহনে আয়োজিত হচ্ছে কর্মশালা। শুরু হয়েছে শহরের সৌন্দর্য্য বৃদ্ধি কার্যক্রম । জীব বৈচিত্র বিলুপ্তি রোধে পাখির অভয়ারণ্য স্থাপন ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন।

এসব আয়োজনে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন গ্রাম শহরের তরুণ সমাজ। ভলিবল, ফুটবল টুর্ণামেন্ট চলছে।  এসব টুর্ণামেন্ট প্রত্যেক উপজেলায় আয়োজিত হচ্ছে। টুর্ণামেন্ট উপভোগ করছে হাজারো  দর্শক। কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩’শ শিশু-কিশোর। দিনব্যাপি সাইকেল রেইস, অবস্টাকল রেইস এবং স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিশু কিশোর,তরুণ তরুণীরা।শনিবার দিন ব্যাপি এই  য়াজনের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিম।

জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব খোরসেদ আলম খান, পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী,১৮ বিজিবির অধিনায়ক ল্যা: কর্ণেল মনিরুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টন্টমেন্টের মেজর মেহেদী হাসান প্রমুখ ।

উৎসবে আগামী ২১ জানুয়ারি বির্তক উৎসব, ২২ জানুয়ারী উপস্থিত বক্তৃতা, ২৩ জানুয়ারী শুরু হবে তিন দিন ব্যাপি পিঠা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা, গণমাধ্যম কর্মীদের জন্য ক্রিড়া বিনোদন, স্কিল ডেভলপমেন্ট ইযুথ সামিট, ইংলিশ স্পিকিং, লার্নিং, ফ্রিল্যান্সিং, নেটওয়াকিং এবং কমিউনিকেশনের উপর অনুষ্ঠিত হবে দিনব্যাপি প্রশিক্ষণ। রয়েছে নতুন বাংলাদেশের ধারণা প্রদানের লক্ষ্যে পেশাজীবীদের নিয়ে (রিক্সাওয়ালা, শ্রমিক, ড্রাইভার ) প্রশিক্ষণ কর্মসূচি।

তরুণরা বলছেন তারুণ্য উৎসবের বিভিন্ন আয়োজন বাস্তবায়নে কাজ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ করছে অন্তত: ২ শতাধিক তরুণ। তারা উজ্জিবিত। বিভিন্ন ভ্যানুতে চলছে এই উৎসব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান জানান, এই উৎসবে হাজার হাজার তরুণ অংশ নিয়েছে। তারা মাদক ও দুর্নীতি বিরোধী স্লোগানে মুখরিত করেছে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা। এসব উদ্যোগে অনুপ্রাণিত বোধ করছেন স্থানীয় সুশীল সমাজের মানুষ তারাও চেয়েছিলেন এ ধরনের খেলাধুলার মাধ্যমে অন্তত আমাদের সন্তানেরা যেন আর কখনো মাদক স্পর্শ করতে না পারে তাই আমরা সকলেই এই উদ্যোগ কে স্বাগতম জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত