পঞ্চগড় পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যায়নরত ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীর প্রতিষ্ঠানে বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এসচপিভি টিকা প্রদান করা হবে। মঙ্গলবার দুপুর ১২ টার সময় পঞ্চগড় সিভিল সার্জন হল রুমে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান, সাংবাদিকদের জানান এইচপিভি টিকা প্রদান বাধ্যতামূলক করেছে সরকার সকল শিক্ষার্থীদের মাঝে এই টিকা প্রদান করা হবে। তিনি বলেন এই টিকা প্রদান করলে জরায়ুমুখ ক্যান্সার এর ঝুঁকি থাকবে না। বিশেষ করে এসব টিকা প্রদান করা হবে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে। জরায়ুমুখ ক্যান্সার এর কারণ জানতে চাইলে তিনি বলেন যারা জরায়ুমুখ ক্যান্সারের কারণ হলো বাল্যবিবাহ, অল্প বয়সে শারীরিক মেলামেশা, ও একাধিক মেলামেশার কারণে জরায়ুমুখ ক্যান্সার হয়ে থাকে। তাই বর্তমান সরকার আর কারো যেন জরায়ুমুখ ক্যান্সার না হয় সে দিক বিবেচনা করে এইচপিভি টিকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। তবে টিকা পেতে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। পঞ্চগড় জেলায় মোট টিকা প্রদান করা হবে, ৫৭ হাজার শিক্ষার্থীদের মাঝে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত