পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারি সন্দেহে জাতীয়তাবাদী বিএনপি এর ইউনিয়ন সেক্রেটারি মোঃ নাজমুল হক (৫৫), এর বাড়িতে হঠাৎ পঞ্চগড় বিতরঘর ক্যাম্পের প্রায় ১৫-২০ জন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তল্লাশি চালাতে গেলে স্থানীয়দের হাতে লাঞ্ছিত ও তোপের মুখে পড়ে। স্থানীয়রা জানান নীলফামারী ৫৬ বিজিবি নাজমুল হক, এর বাসায় তল্লাশি চালিয়ে কিছুই পাননাই। এদিকে নাজমুল হক, ও তার পরিবারের লোকজন জানান আমরা তো চোরাকারবারি করিনা কিন্তু হঠাৎ আমরা কেউই বাসায় নেই শুধু মহিলারা বাসায় ছিল বিজিবি হঠাৎ আমার বাসায় তল্লাশি চালানোর কারনে আমার বাড়ির পরিবারের লোকজন সবাই আতঙ্কে চিল্লাচিল্লি করছিল। এছাড়াও আমাদের মান-সম্মানের হানি হয়েছে ,বর্ডার দিয়ে যখন মাদক গরু পাচার হয় তখন বিজিবি’রা কোথায় থাকে। এই চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত সাবেকখে বিচারের দাবি জানিয়েছেন নাজমুল হক, ও স্থানীয়রা গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এদিকে মুঠোফোনে পদবী জানাতে অনিচ্ছুক, নুর ইসলাম, নামের এক বিজিবি বলেন নাজমুল হক এর সাথে আমাদের কোন শত্রুতা নেই। আমরা সংবাদ পেয়ে তার বাড়ি তল্লাশি করতে গিয়েছিলাম এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এ নিয়ে আমার মনে হয় বাড়াবাড়ি করার কিছু নেই।