পঞ্চগড় প্রতিনিধি তোতা মিয়া
পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম আবু, সখের বসে একটি হলেস্টিয়ান ফিলিজিয়াম জাতের গাভী দিয়ে আজ সাফল খামারি হিসেবে পরিচিতি লাভ করেছে।
পঞ্চগড় পৌর শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন কাঁগজিয়া পাড়া, এলাকায় অবস্থিত তার এই শিশির দুধ্য খামারটি।
সরে জমিনে গিয়ে জানা যায়, সেনা সদস্য আবু, একটি গাভী থেকে আজ ছোট বড় প্রায় ২৬ টি গরু রয়েছে তার খামারে।
তিনি এই খামারে প্রতিদিন গরুর খাবারের জন্য ৬ হাজার টাকা ব্যয় করেন ।
খামার থেকে প্রতিদিন প্রায় ১৬০ কেজি দুধ সংগ্রহ করে থাকেন। এতে করে খরচ বাদ দিয়ে তিনি মোটামুটি লাভবান হয়েছেন বলে জানান।
সেনা সদস্য আবু এর খামারে একটি বিশাল ষাঁড় গরু রয়েছে যার বর্তমান ওজন প্রায় ৪০ মনেরও বেশি। তিনি এবার এই ষাঁড় গরুটি বিক্রি করবেন বলে জানান।
সেনা সদস্য আবু, এই বিশাল আকারের ষাঁড়টির আদর করে নাম রেখেছেন পঞ্চগড়ের যুবরাজ।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত