চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় সমসপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নাচোল ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। নাচোল ইউনিয়ন বিএনপির আহবায়ক এমামুল হকের সভাপতিত্বে সম্মেলন উপলক্ষে আলোসভায় অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_5964" align="alignnone" width="300"] oplus_2[/caption]
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এম.মজিদুল হক। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচীব ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাজাহান আলী, কসবা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি মাহাবুবুল আলম খোকন, নাচোল পৌর বিএনপির সদস্য সচীব গোলাম রাব্বানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহম্মেদ জেলা যুবদলে যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলম। আলোচনাসভা শেষে দ্বি-বার্ষিক মেয়াদে এমামুল হককে সভাপতি ও আলমকে সাধারণ সম্পাদক ও নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনা করেন নাচোল উপজেলা বিএনপির আহবায়ক ও নাচোল ইউপির সাবেক চেয়ারম্যান এম. মজিদুল হক।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত