চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রানণাশের হুমকি প্রদান করায় থানায় জিডি করেছেন এক ভ’ক্তোভোগী মহিলা। ভ’ক্তোভোগী মহিলা কোহিনুর জানান, গত ১৫/২/২৫ইং তারিখ শনিবার বিকাল ৪টার আমার বড় ছেলে কাওসার আলী(১৭)গোমস্তাপুর চককুস্তুম গ্রামের রহমত আলীর আমবাগান আমার বাড়ীর উত্তর পাশে আমার ছেলে পাহাদার হিসাবে দায়িত্ব পালন করছিলো। সেখানে থেকে ১০/১২টি ছাগল বাগানের ফসল নষ্ট করায় ছাগল বের করে দিলে আলীশাহপুর গ্রামের নৈমুদ্দিন এর ছেলে শহীদ(৩০) মতিউরের ছেলে শান্তিজুল ও নবীর ছেলে হালিম কাওসার ও কোহিনুরকে মারধর করে। এঘটনার কহিনুর গত ২৮/২/২৫ ইং তারিখ নাচোল থানায় একটি সাধরণ ডায়েরী করেন। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নাচোল থানায় তদন্তকারী কর্মকর্তার সাথে দেখা করতে গেলে কোহিনুর ও তার ছেলে হুমকি প্রদান করে। এবিষয়ে নাচোল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক একরামুল হক জানান, প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।