1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

নাচোলে মামলার বাদীকে প্রান নাশের হুমকি ,থানায় জিডি!

নিজস্ব প্রতিবেদক বিজয় টিভি ২৪
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রানণাশের হুমকি প্রদান করায় থানায় জিডি করেছেন এক ভ’ক্তোভোগী মহিলা। ভ’ক্তোভোগী মহিলা কোহিনুর জানান, গত ১৫/২/২৫ইং তারিখ শনিবার বিকাল ৪টার আমার বড় ছেলে কাওসার আলী(১৭)গোমস্তাপুর চককুস্তুম গ্রামের রহমত আলীর আমবাগান আমার বাড়ীর উত্তর পাশে আমার ছেলে পাহাদার হিসাবে দায়িত্ব পালন করছিলো। সেখানে থেকে ১০/১২টি ছাগল বাগানের ফসল নষ্ট করায় ছাগল বের করে দিলে আলীশাহপুর গ্রামের নৈমুদ্দিন এর ছেলে শহীদ(৩০) মতিউরের ছেলে শান্তিজুল ও নবীর ছেলে হালিম কাওসার ও কোহিনুরকে মারধর করে। এঘটনার কহিনুর গত ২৮/২/২৫ ইং তারিখ নাচোল থানায় একটি সাধরণ ডায়েরী করেন। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নাচোল থানায় তদন্তকারী কর্মকর্তার সাথে দেখা করতে গেলে কোহিনুর ও তার ছেলে হুমকি প্রদান করে। এবিষয়ে নাচোল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক একরামুল হক জানান, প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত