চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ)আওতায় গ্রামীণ জীবন মান উন্নয়নের লক্ষে মাদকের ভয়াবহতা রোধ, বাল্য বিবাহ, গুজব, ডেঙ্গু জ্বর সন্ত্রাস, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ বিনির্মাণ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা তথ্য অফিসের এর উদ্যোগে নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে জেলা তথ্য অফিসার আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) নূর কামাল, রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) হুমায়ন কবীর আজম,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলে রাব্বী, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার।সঞ্চালনা করেন সাইন অপারেটর রাশেদুল আলম।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত