চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাধীন ৩ নং সদর ইউনিয়নের ভুজৈল গ্রামের কুখ্যাত দালাল জামাল(৫৫) পিতা মৃত সাফাতুল্লাহ। এই জামাল দীর্ঘদিন ধরে দালালি করে লুটে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা তিনি সকালে বাসা থেকে বের হয়ে সারাদিন কখনো থানায় কখনো ভূমি অফিসে কখনো আবার কোটের বারান্দায়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে এই জামাল বিভিন্ন জনের থেকে মোরগ হাস খাসি ম্যাড়া সহ বিভিন্নভাবে মানুষকে ব্ল্যাকমেল করে থানার নামে ভূমি অফিসের নামে এবং কোর্টে বিচারকদের নামে চাঁদাবাজি করে আসছেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ছত্রছায়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই জামাল বিএনপি’কে কিছু মনেই করেন না সে বলেন আমি সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামের কাছের লোক। আমার কেউ কিছু করতে পারবে না এলাকাবাসী আরও জানান জামাল বাড়িতে খাসি ম্যাড়া জবাই করে মাংস নিয়ে যান বড় বড় অফিসারদের জন্য সেই সুবাদে লুফে নেন ভুক্তভোগীদের কাছে থেকে মোটা অংকের টাকা এলাকাবাসী দ্বিমত পোষণ করলে জামাল হুমকি দেয় বিভিন্ন অফিসার বৃন্দের ভয় পেয়ে ভুক্তভোগীরা তার লালসার পর্যাপ্ত পরিমাণ অর্থ দিতে বাধ্য হয়। এমন কিছু পরিবার রয়েছে যারা দিন খাটে দিন খায় সেসব পরিবার থেকে মুখের খাবার টুকু পর্যন্ত বিক্রি করে হাসিল করে নিজের স্বার্থ সেই জামাল, বিগত সরকারের আমল থেকে এখন পর্যন্ত বনে গেছে লাখপতি কারো পুকুরের কেশ কারো জমির কেস কারো আবার সংসারে আগুন লাগিয়ে তাদের কব্জা করেন নিজ আয়ত্তে। এ বিষয়ে জানতে চাইলে ওই এলাকার মেম্বার বলেন এই জামালের হাত নাকি অনেক লম্বা তার হাতে অনেক বড় মাপের অফিসার রয়েছে তাকে বলতে গেলে ১৪ শিকের ভেতরে যেতে হবে জামালের ভয়ে এলাকার অনেক ভুক্তভোগী নাম বলতে নারাজ তার বিষয়ে বলেন জমিজমা সহ পুকুর পুশকুনির বিভিন্ন কায়দায় টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন ভুক্তভোগী আরো বলেছেন আমাদের মুখের কথা বিশ্বাস না করলে নাচোল থানা ভূমি অফিস সহ বিভিন্ন অফিসের সিসি ক্যামেরা চেক করলে পেয়ে যাবেন এই জামাল প্রতিদিন সেইসব দপ্তরগুলোতে ঢুকে যাই আমাদের ছাড়াই তাকে জিজ্ঞেস করলে বলে কাজ হয়ে গেছে অথচ কাজের কোন কিছুই হয় না কষ্ট পেতে হয় ভুক্তভোগীদের।