চাঁপাইনবাবগঞ্জের নাচোল রেলষ্টেশন এলাকায় গুঠইল গ্রামে পারিবারিক বিরোধের জেরে ককটেল বিষ্ফোরণের ঘটনায় ১০জন আহত হয়েছে বলে নাচোল থানা সূত্রে জানাগেছে।রোববার (১৭ই নভেম্বর) দুপুর ১টার দিকে নাচোল উপজেলার গুঠইল গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৬জনকে আটক করেছে নাচোল পুলিশ। ঘটনার খরব পেয়ে নাচোল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার গুঠইল গ্রামে রজব, সিফাত ও জসিমের জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ রয়েছে। এরই জেরে সদর উপজেলার রানীহাটি এলাকার ২০ থেকে ২৫জনের একদল সন্ত্রাসী বাহিনী জসিমের বাসায় দুপুরে হামলা ও ভাংচুর চালালে ভুক্তোভ’গি পরিবারের সদস্যদের আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীবাহিনী এলাকাবাসীর ওপর আক্রমন চালাই।এক পর্যায়ে মসজিদে মাইকে গ্রামে বহিরাগত সন্ত্রাসীবাহী প্রবেশ করেছে প্রচার হলে স্টেশন এলাকার জনসাধারণ সন্ত্রাসীবাহীকে আটক করার চেষ্ঠা করলে সন্ত্রাসী বাহিনী জনসাধারণকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটায় ও লাঠি দিয়ে মারধর করে। এঘটনা খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও জানসাধারন ঘটনাস্থল থেকে ৬জন সন্ত্রসীকে আটক করে এবং অন্য সস্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বিক্ষুদ্ধ জনতা সন্ত্রাসীর ৭টি মোটর সাইকেলকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ পুড়া মোটসাইকেল নাচোল থানায় নিয়ে আসে। এ ব্যাপরে নাচোল থানায় একটি মামলা দয়ের হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।