জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলা ৮ নং বাঁশচড়া ইউনিয়নে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে আনসার আলি সহ ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ৷
২৩ এপ্রিল (বুধবার ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে নরুন্দি তদন্ত কেন্দ্র কেন্দ্রের ইনচার্জ ওবায়দুল হক দিকনির্দেশনায় এসআই আবুল কাশেম এএসআই আব্দুল হালিম সঙ্গীও ফোর্স নিয়ে বাঁশ চড়া ইউনিয়নে বৈঠামারী এলাকায় আক্কেল আলী টিনের ছাপড়া ঘরের ভিতরে জুয়ার আসর হইতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাশ চড়া ইউনিয়ন বৈঠামারী গ্রামের মৃত জাল মাহমুল আলীর পুত্র( ১) আনছার (৩৫) ও (৪৫), গোলাপ আলী পুত্র (২) জয়নাল আবেদীন (২১) জমশেদ আলি পুত্র( ৩)খাইরুল বাবু (২৫), ফরহাদ আলীর পুত্র(৪) হারুন (২২), মৃত সাদেক আলী পুত্র (৩৬), (৫)জিশাউর
এ বিষয়ে জামালপুর সদর উপজেলার নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবায়দুল হক গণমাধ্যম কর্মীকে জানান মাদক এবং জুয়া অভিযান অব্যাহত থাকবে পূর্বাঞ্চলে চারটি ইউনিয়নে মাদক ইভটিজিং জুয়া জিরো টলারেন্স নিয়ে আসার জন্য কাজ করছেন নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনের উর্ধ্বে কেউ না চারটি ইউনিয়নের সকল জনসাধারণের উদ্দেশ্যে বলেন পূর্বাঞ্চলকে মাদকমুক্ত করার লক্ষ্যে এলাকার জনগণ সু সুশীল সমাজ এগিয়ে আসার আহ্বান করেন এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেন সেই লক্ষ্যে গতকাল রাতে বাঁশ চড়া ইউনিয়নে বৈঠামারী গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে আটক করতে সক্ষম হই আসামিদের বিরুদ্ধে জুয়াআইনে মামলা প্রক্রিয়াধীন৷