মোঃ পনির খন্দকার
স্টাফঃ রিপেটার
০১৭৭৪৭৭৭৭১২
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ‘মাদক সম্রাট’ মোঃ সালাউদ্দিন মিয়া (৪৫) কে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। রোববার বিকেলে তুমলিয়া ইউনিয়নের সোম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়। , আসামী সালাউদ্দিন দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা, দেশীয় মদ, গাজা এমনকি জোয়ার আসরও পরিচালনা করে আসছি। এমনকি ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর ও সে এই মাদক ব্যবসা করে আসছে। বর্তমানেও সে তা অব্যাহত রেখেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তাকে একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার করে কোর্টে চালান করা হলেও । কোট থেকে জামিন নিয়ে এই মাদক ব্যবসা চালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সালাউদ্দিন উপজেলার দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের মৃত শাহজাহান মিয়ার পূত্র।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, “সালাউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরোধী পুলিশের অভিযান অব্যাহত রয়েছে,এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন এই মাদকের বিরুদ্ধে সকলকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।