দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণী কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ ফেব্রুয়ারি-২০২৫ সোমবার দিনাজপুর জেলা ও পৌর বিএনপির আয়োজনে এবং জেলা বিএনপির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার এর ব্যবস্থাপনায় সাবেক প্রধানমন্ত্রীও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও দিনাজপুর পৌরসভার ১২ টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হাফিজুর রহমান সরকার।
দিনাজপুর শহরের পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপশহর ৯ নং ওয়ার্ডের কুয়েতি মসজিদ মোড়সহ অন্যান্য দশটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে উক্ত কর্মসূচি গুলোতে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া , সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা ডিউটি, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাসিম,১১ নং ওয়ার্ডের বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সেলিম রেজা, ৯ নং ওয়ার্ড বিএনপি র সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।