বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযানের মাধ্যমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব আসমা আক্তার এর নেতৃত্বে ৫ টি হাতিয়ার ৩৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হাতিয়ার এর মধ্যে ৩ টি চায়না রাইফেল ও ২ টি শর্টগান ছিল। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক দাউদকান্দি কুমিল্লা জোহরা খাতুন, উপজেলা প্রশিক্ষিকা, দাউদকান্দি, কুমিল্লা, অঙ্গীভূত আনসার ও ইউনিয়ন দলনেত-দলনেত্রীবৃন্দ। উদ্ধারকৃত হাতিয়ার জনাব আশীষ কুমার ভট্টাচার্য রেঞ্জ কমান্ডার কুমিল্লা মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত