ষষ্ঠ ঊপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর দ্বিতীয় ধাপে সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলা নির্বাচনে বিজয়ী তিন চেয়ারম্যান কে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন (এম.কম) পক্ষ থেকে বিজয়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তা তিনি বলেন, নবনির্বাচিত তিন উপজেলা চেয়ারম্যান জনগণ যে আশা নিয়ে তাদেরকে নির্বাচিত করছে তাদের আশা প্রতিফলন ঘটাবে এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এবং তাহিরপুর,জামালগঞ্জ, ধর্মপাশা উপজেলা তিন স্মার্ট ঊপজেলা গড়ে তুলবে।বিগত ২১ মে সুনামগঞ্জে তিনটি উপজেলায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে বিজয়ী তিন জনই চেয়ারম্যান হিসেবে নতুন মুখ।
তাহিরপুর উপজেলায় আফতাব উদ্দীন আনারস প্রতীক নিয়ে ৩৭হাজার ৪৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং বিশিষ্ট সমাজসেবী ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন পুত্র এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ নিজামউদ্দিনের ভাই। জামালগঞ্জ ঊপজেলায় রেজাউল করিম শামীম মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৮ হাজার ৯০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি। ধর্মপাশা উপজেলায় শামীম আহমেদ মুরাদ ঘোড়া প্রতীক নিয়ে ১৮ হাজার ৪৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ধর্মপাশা ঊপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। বিজয়ী তিন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন (এম.কম) পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। নির্বাচনের দায়িত্বরত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন শৃংখলাবাহিনীকে জানান বিশেষ ধন্যবাদ। সর্বোপরি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান একটি সুন্দর, সুষ্ঠ ও গ্রহনযোগ্য ঊপজেলা নির্বাচন উপহার দেওয়ার জন্য।