রাজশাহী জেলার তানোর উপজেলার ৫নং তালন্দ ইউপির ৯টি ওয়ার্ডের (১.১১০) এক হাজার একশত দশ জন দুস্থ-দরিদ্র নারী- পুরুষের মাঝে (টিসিবি) ডিলার মের্সাস সরদার ট্রেডার্স (প্রোঃ নাজিম উদ্দিন) গোল্লাপাড়া বাজার, তানোর, রাজশাহী এর মাধ্যমে খাদ্যপণ্য সামগ্রী বিক্রয় করা হয়েছে।
উপস্থিত তথ্য চিত্রে দেখা গেছে, আজ ২০-নভেম্বর (বুধবার) সকাল ৯-৩০ মিনিটে তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়ন ভবন কমপ্লেক্সে তালন্দ ইউনিয়নের
৯টি ওয়ার্ডের মোট (১.১১০) এক হাজার একশত দশ জন দুস্থ-দরিদ্র নারী- পুরুষের মাঝে (টিসিবি) ডিলার মের্সাস সরদার ট্রেডার্স (প্রোঃ নাজিম উদ্দিন) গোল্লাপাড়া বাজার, তানোর, রাজশাহী এর মাধ্যমে খাদ্যপণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
উল্লেখযোগ্য খাদ্যপণ্য সামগ্রী প্রতি কেজির মূল্য যথাক্রমে প্রতি কেজি চাউল = ৩০ টাকা দরে ৩০★০৫=১৫০, টাকায় পাঁচ কেজি চাউল। দুই কেজি ডাউল= ৬০ টাকা দরে ৬০★২=১২০, টাকায় ডাউল ও দুই কেজি সোয়াবিন তৈল ১০০ দরে ১০০★২= ২০০ টাকায় সোয়াবিন তৈল।
মোট (৪৭০) চারশত সত্তর টাকা নগদ মুল্যে বিক্রয় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৫নং তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন (বাবু) ও সচিব ওয়াকিল শেখ।
এছাড়াও ৯টি ওয়ার্ড সদস্য ও সংরক্ষীত নারী ওয়ার্ড সদস্যাগনসহ দায়িত্বরত গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।।