রাজশাহী তানোর পৌর সদরস্থ আমশো, মথুরাপুর ও তাঁতিয়ার পাড়া সমন্বয়ে গঠিত আমশো সোনালী সংঘ এর আয়োজনে ঐতিহাসিক আমটিয়ারা ফুটবল মাঠে দুই দিন ব্যাপি (২৪- তম ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ইং) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে অদ্য ২৭- অক্টর, (রবিবার) সকাল ৯-০০ মিনিটে, আমশো, মথুরাপুর ও তাঁতিয়ার পাড়া সমন্বয়ে গঠিত আমশো সোনালী সংঘ এর উদ্যোগে, বিশিষ্ট সমাজসেবক, আলহাজ্ব মোসলেম উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম রনি, রাজু এবং আশরাফুলের সার্বিক সহযোগিতায় তানোর পৌর সদরস্থ আমশো, ঐতিহাসিক আমটিয়ারা ফুটবল মাঠে দুই দিন ব্যাপি (২৪- তম ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ইং) এর শুভ উদ্বোধন করা হয়।
অদ্যকার ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, তানোর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী জেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক মেয়র তানোর পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আখেরুজ্জামান হান্নান, আহবায়ক’ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তানোর, উপজেলা।
মফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল (বিএনপি) তানোর উপজেলা ও সাবেক চেয়ারম্যান, চাঁন্দুড়িয়া ইউপি।
একরাম আলী মোল্লা, আহ্বায়ক জাতীয়তাবাদী দল (বিএনপি) তানোর পৌরসভা।
মিনহাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) তানোর পৌরসভা।
মাসতুরা আমিনা, সরকারি কমিশনার ভূমি তানোর ও প্রশাসক অতিরিক্ত দায়িত্ব মন্ডলী পৌরসভা, রাজশাহী।
মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) তানোর থানা।
বার্নাবাস হাসদাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ডঃ মুহাম্মদ মিজানুর রহমান, পিজি হাসপাতাল, ঢাকা।
ইঞ্জিনিয়ার মোঃ মনসুর রহমান, বি, আই, ডব্লিউ, টি, এ।
রবিউল ইসলাম, প্রধান শিক্ষক, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়।
হযরত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী দল (বিএনপি) তানোর, উপজেলা।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ময়েজ উদ্দিন মোল্লা, মোকসেদ মোল্লা ও মান্নান সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন; মাহাবুব আলম, আহ্বায়ক’ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তানোর পৌরসভ।
মশিউর রহমান, আহ্বায়ক’ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তানোর পৌরসভা।
উল্লেখ্য আমশো, মথুরাপুর ও তাঁতিয়ার পাড়া সমন্বয়ে গঠিত সোনালী সংঘ ক্লাবের আয়োজনে, ২৪ তম ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনে ০৮ টিম ও দ্বিতীয় দিনে ০৮ টিম করে মোট ১৬টি টিম খেলায় অংশগ্রহণ কররবে। খেলায় চ্যাম্পিয়ন/ প্রথম পুরস্কার এ্যাপাসি/
apache. 150 সিসি ও রানার্স অফ/ দ্বিতীয় পুরস্কার, ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দেওয়া হবে।
খেলায় আগত দর্শনার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন, ওবায়দুর মোল্লা,
আহবায়ক আমশো সোনালী সংঘ, এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আব্দুল মালেক মন্ডল, সদস্য সচিব আমশো সোনালী সংঘ।