রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডিএম আক্কাস আলী তাঁকে দেখতে ছুটে যান তানোর উপজেলা সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্যরা। অসুস্থ অবস্থায় কয়েকদিন আগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ (৪-এপ্রিল) শুক্রবার দুপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের একটি প্রতিনিধি দল আক্কাস আলীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান। এ সময় তার চিকিৎসার বিষয়ে খোঁজখব নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্যরা জানান, আক্কাস আলী একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে এলাকার সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে পরিচিত। সমাজে সামাজিক ও রাজনীতির নানা কর্মকাণ্ডে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার অসুস্থতায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।
তানোর উপজেলা সাংবাদিক কল্যাণ তহবিলের পক্ষ থেকে তাঁর পাশে থাকার আশ্বাস দেওয়া হয় এবং প্রয়োজনে সহায়তা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়। ডিএম আক্কাস আলীর সুস্থতা কামনায় এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের দোয়া প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।