চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাওসার আহমেদ সাগরকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ওসি রইসউদ্দিন জানান,তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সেগুলোতে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে। আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।