ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমি এক টাকাও দুর্নীতি করিনি। গত ১৫ বছর ধরে সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির চেষ্টা করেছি। আর নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই এই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্যানসার ও অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তির মধ্যে ১১ লাখ টাকার আর্থিক সহায়তা ও প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে আরও সাত লাখ টাকার চেক বিতরণ এবং কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় দুই হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের পাঁচ কেজি বীজ ও ২০ কেজি করে ডিএপি-পটাশ সার বিতরণ করা হয় তার বাসভবনে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত