বাংলাদেশে বর্তমান কম বেশি সব এলাকাই বন্যা কবলিত পরিনত হয়েছে। উজানের পানি ভাটির দিকে নেমে আসায় ও বর্তমানে টানা বৃষ্টির কারন বলে মনে করা হচ্ছে।
সরেজমিনে প্রত্যক্ষ ভাবে লক্ষ্য করা যায়।
টাংগাইল সদর উপজেলার পশ্চিমে কাতুলী, হুগড়া ইউনিয়নের সব কয়টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
যানা যায় কর্ম জীবি মানুষ থেকে শুরু করে ব্যবসা বানিজ্য,চাকুরী,স্কুল কলেজ পড়ুয়া,নানান ভাবে শহরে আসা জাওয়া করতে হয়।
কিন্তু যাওয়া আসার একমাএ পথ সমস্যার কারন হয়ে আছে বর্তমানে। চারা বাড়ি হয়ে এস ডি এস সংলগ্ন ব্রীজের পশ্চিম দক্ষিণ পাশে ঠিক ব্রীজের গোড়া থেকে শুরু করে সামনের দিকে গভির ভাবে ভাংগনের ফলে চলা বন্ধ হয়ে আছে।
নদীর প্রবল স্রোতের কারনে বার বার একই জায়গায় ভাংগে গেলে স্হায়ী কোন সমাধান নেই।
ভবিষ্যতে ব্রীজ টি বড় ধরনের খতিগ্রস্ত হবে বলে মনে করা হয়।এতে সরকারের একটা বড় অর্থ ক্ষতি হতে পারে স্হানীয় সরকার বা এলজি ই ডি ও পানি উন্নয়ন বোড সহ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অনিবার্যভাবে কাম্য।
এরে মধ্যেই (পা উ বি) পানি উন্নয়ন বোড পলিব্যাগ ও প্লাস্টিকের বস্তায় বালি ভরাট করে ভাংগন রোধ করার চেষ্টায় কার্যক্রম শুরু করে দিয়েছে।
এমনতা অবস্থায় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন খান (তোফা) উপস্থিত হয়ে কাজের গতিপথ অনুসরণ করেন ও সাধারণ মানুষদের কে আসস্হত্ব করছেন।
তারাতারি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর ভূমিকা রাখবেন।
যাতে করে মানুষের দুর্ভোগ লাগভ হয় যতোটা সম্ভব তারাতারি কার্যসম্পাদন করায় যায়।
তিনি পরিদর্শন করার সময় কাতুলী ইউ পি সদস্য মো:সুজন সিকদার, ইউ পি সদস্য মো: আজিজুল হক আজিজ সহ স্হানীয় নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত