1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

ঝালকাঠিতে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাভূক্ত সফলভাবে প্রদর্শনী বাস্তবায়নকারী ৫ জন কৃষককে পুরস্কার প্রদান।

মোঃ জাহিদ, ঝালকাঠি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদরে ২০২৩-২৪ অর্থবছরে “বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপু ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প” এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর প্রদর্শনীভূক্ত কৃষকদের মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচ জন কৃষক পুরস্কার প্রাপ্ত হন।

আজ সকালে ঝালকাঠি সদর উপজেলার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পুরস্কার প্রাপ্ত উপজেলা পর্যায়ে ০৫ জন এবং এদের মধ্যে হতে জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ০২ জন কৃষককের হাতেপুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত কৃষকদের পুরস্কার হিসেবে প্রত্যেক’কে ৫০০০/- করে টাকা প্রদান করা হয়। উল্লেখ্য, পুরস্কার প্রাপ্ত ৫ জন কৃষক ২০২৩-২৪ অর্থবছরে প্রদর্শনীভূক্ত ৯০ জন কৃষকদের মধ্যে সফলভাবে প্রদর্শনী বাস্তবায়নসহ আর্থিকভাবে লাভবান হয়েছেন।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝালকাঠি’র উপপরিচালক মো:মনিরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝালকাঠি’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ এর সভাপতিত্বে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আশাকরি এই পুরস্কার পুরস্কার প্রাপ্ত কৃষকবৃন্দকে কৃষি কাজে আরো উৎসাহিত করবে এবং অন্যসব কৃষক/কৃষাণীবৃন্দকে অনুপ্রাণিত করবে এবং কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সদর উপজেলার কৃষি আরো সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত