জামালপুর শহরে মেডিকেল রোডে তিনটি ট্রাকে করে ২৪ টি ভারতীয় মদ ও ১৪৩৪ টি ফেনসিডিল নেওয়ার সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর সদর থানার পুলিশ পুলিশ।
রাতে শহরের গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর-দেওয়ানগঞ্জ রোডে মেডিকেল কলেজের সামনে তাদের আটক করা হয়। পরে সদর থানা চত্ত্বরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।
আটকৃতরা হলেন-আবদুল মালেক, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। আটককৃত তিনজনের বাড়ি জেলার মেলান্দহ উপজেলায়। এদের মধ্যে খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে।
পুলিশের একটি দল তিনটি ট্রাকসহ২৪ টি ভারতীয় মদ ও ১৪৩৪ টি ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। আটকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা। সেই সাথে তিন জনকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন জামালপুর সদর থানা পুলিশের এএসআই রুবেল ও সাইকুল।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।