ছেলে না মেয়ে আসছে বিরাট-আনুশকার পরিবারে? জানালেন জ্যোতিষী
এ মাসেই বিরাট কোহলি ও আনুশকা শর্মার বাড়িতে আসছে নতুন অতিথি। আর এই সুখবর যে কোনো সময় আসতে পারে। শুধু বিরাট-আনুশকা নন, সুখবরের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা।
ছেলে নাকি মেয়ে, কী আসতে চলেছে বিরাট-আনুশকার ঘরে? সেই ভবিষ্যদ্বাণীই করেছেন এক খ্যাতনামা জ্যোতিষী। পণ্ডিত জগন্নাথ গুরুজির দাবি, বিরাট-আনুশকার পরিবারে আসতে চলেছে কন্যাসন্তান। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিষী জগন্নাথ গুরুজি বলেছেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং তিনি ‘ফেস রিড’ করে যা বুঝেছেন, তাতে বিরাট-আনুশকার ঘরে রাজকন্যা আসতে চলেছে। যে কিনা বাবা-মা দুজনেরই ভীষণ আদরের হবে।
আরও পড়ুন: কার্তিক-জাহ্নবীর প্রেমের গুঞ্জন, গোয়ায় ছুটি কাটানোর ছবি ভাইরাল
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আনুশকা শর্মাকে নিয়ে চেকআপে যেতে দেখা যায় বিরাট কোহলিকে। এই মুহূর্তে আনুশকাকে সব রকমভাবে খুশি রাখার চেষ্টা করছেন বিরাট। কখনও আনুশকাকে নিয়ে লাঞ্চ, কখনও আবার তার মন ভালো রাখতে কাছাকাছি 'আউটিং' এ যেতে দেখা গেছে বিরাটকে। আনুশকা যেখানেই যাচ্ছেন, সবসময়ই স্ত্রীর সঙ্গেই থাকার চেষ্টা করছেন বিরাট কোহলি।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত