মোঃ মিজানুর রহমান মিলন
জেলা প্রতিনিধি গাইবান্ধা।
গাইবান্ধা শহরে ছিনতাইয়ের শিকার হয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন আনিস মিয়া ঠান্ডা (৩৭) নামের এক অটোবাইক চালক ও পত্রিকা বিক্রেতা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দেড়টার দিকে শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনিস সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের বাসিন্দা ও মৃত হামিদ মিয়ার ছেলে।
প্রায় দুই দশক ধরে আনিস মিয়া গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রির পাশাপাশি অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি তিনি অটোবাইক চালাতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ২নং রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে তার অটোবাইকে ওঠে। স্টেডিয়াম এলাকায় পৌঁছানোর পর তারা আনিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে এবং অটোবাইকের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আনিস চাবি দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। আঘাত এতটাই ভয়াবহ ছিল যে পেটে ধারালো ছুরির আঘাতে তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। পরে দুর্বৃত্তরা অটোবাইক নিয়ে পালিয়ে যায়।
ভোরবেলা এক পথচারী তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্থানীয়রা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্বাধিকারী আব্দুর রহমান বলেন, “আনিস একজন সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। এই নির্মম হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল হক তালুকদার জানান, “ঘটনার খবর পেয়েছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।