ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের সংগঠনের নেতা-কর্মীদের ওপর নির্মমভাবে আক্রমণ চালিয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ছাত্রলীগের ৩টার কর্মসূচির আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা (কোটা সংস্কার আন্দোলনকারীরা) ১২টায় কর্মসূচি দিয়েছিল। তারপরও বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু ২টা পর্যন্ত আমরা দেখেছি যে তাদের কর্মসূচিতে জমায়েত সাধারণ শিক্ষার্থীদের সে অর্থে ছিল না। দুপুর ২টার পর থেকে ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে। ৩টার দিকে কিন্তু তারা জানে বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি।’ সাদ্দাম হোসেন বলেন, ‘৩টা অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু তারা রাজু ভাস্কর্যের পাদদেশ ছাড়েনি। এবং তারা দেখেছে যে তাদের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই, সাধারণ শিক্ষার্থীরা এখানে সম্পৃক্ত হয়নি, তখন তাদের আন্দোলন একটা সুপার ফ্লপের দিকে গেছে বিশেষ করে রাজাকার ইস্যুতে তোষণমূলক কথাবার্তা বলার কারণে সাধারণ শিক্ষার্থীরা এই ইস্যু থেকে পাশ কাটিয়ে গেছে তখন তারা এক ধরনের কৃত্রিম পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। এবং সেই কারণে আমরা দেখেছি যে সাড়ে ৩টার দিকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে বিভিন্ন হলে হলে গেছে, তারা জোর করে সাধারণ শিক্ষার্থীদের বের করে আনার চেষ্টা করেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা যখন ছাত্রলীগের কর্মসূচিতে আসার চেষ্টা করছিল তখন তারা ছাত্রলীগ নেতাকর্মীদের বেধড়ক, নির্মমভাবে আক্রমণ চালিয়েছে, হামলা করেছে, ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকের রুমে তারা আসবাবপত্র ভাঙচুর করেছে।’
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত