শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে এই জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আনিসুল রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক ড. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবুল কালাম সাহিদ, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক বর্মন কুমার মন্ডল, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ডেন্ট আরিফুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে আনসার ভিডিপি। এ বাহিনীর সদস্যরা দেশের সকল দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সরকারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে।
তিনি আরও বলেন, সকল নির্বাচনে এ বাহিনীর ভূমিকা অপরিসীম। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রতিটি নির্বাচনে সর্বোচ্চ উপস্থিতি ও দায়িত্ব পালন করে আনসার ভিডিপির সদস্যরা। এ বাহিনীর সদস্যরা যত বেশি দায়িত্ব পালন করবে, অন্য আইনশৃঙ্খলা বাহিনী তত ভালোভাবে কাজ করতে পারবে।
সমাবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁপাইনবাবগঞ্জের এসএফএসের সদস্য মাসুদ রানাসহ জেলা আনসার ও ভিডিপির সকল কর্মকর্তা কর্মচারী এবং আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৫০ জন আনসার সদস্যদের মাঝে পুরষ্কার হিসেবে বাইসাইকেল, সেলাই মেশিন ও পেসার কুকারসহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।