চাঁদাবাজির প্রতিবাদ করায় চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় মুসলিম উদ্দিন (৪৮) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় খুনের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিস্ত্রিপাড়া এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে এক যুবক চাঁদাবাজি করতে গেলে মুসলিম এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মুসলিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক। ঘটনাস্থলে মুসলিম উদ্দিনের স্ক্র্যাপ লোহা বিক্রির একটি দোকান রয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তবে খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক : জাহাঙ্গীর আলম বাবু
মোবাইল : ০১৭১১৩১১০৭৪-০১৫৫৬৮১৮৬৮০
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : পশ্চিম শেওড়াপাড়া ইকবাল সরণি মিরপুর ঢাকা কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত