চট্টগ্রামের চন্দনাইশে কলেজ ছাত্রী তামান্না নাহিদ ইয়া ওরফে আরজু আক্তারকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগরের কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল গণমাধ্যমকে জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের একমাত্র অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
৮ এপ্রিল চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পটিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আরজু আক্তারকে ধর্ষণের চেষ্টা করে নাজিম উদ্দীন, যিনি সম্পর্কে তার মামা। ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে এবং এসময় উপস্থিত থাকা বৃদ্ধ নানা-নানিকে (আব্দুল হাকিম ও ফরিদা বেগম) কুপিয়ে আহত করে পালিয়ে যায় সে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে নাজিমকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন।