1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

গোমস্তাপুর সাব রেজিস্ট্রার অফিসে মানববন্ধনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনতাই

শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সাব-রেজিস্ট্রার অফিসে সেবা গ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় ও দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিকের ওপর চড়াও হয় দলিল লেখক সমিতির নেতা হুমায়ন কবির টিংকুর ও তার গুন্ডাবাহিনী । বুধবার সকাল ১২ টার সময় গোমস্তাপুর সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর বাজারপাড়া সমাজ উন্নয়ন যুব সংঘের ব্যানারে সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম, দুর্নীতি এবং সেবাগ্রহীতাদের হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। স্থানীয় সাংবাদিকরা মানববন্ধনের সংবাদ সংগ্রহ শেষে সাব রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি প্রদানের সময় দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক সুজনের গোমস্তাপুর উপজেলা সদস্য সচিব,শাহীন আলম ও দৈনিক গণমুক্তি পত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলাম ভিডিও নিতে গেলে, অতর্কিত ভাবে তাদের ওপর দলিল লেখক সমিতির নেতা হুমায়ন কবির টিংকুসহ মনিরুল ইসলাম, অলিউল ইসলাম, বড় বাবু, হাসমত আলী, শামীম উদ দৌলা, বাকি ও মিনহাজুল ইসলাম হামলা চালায়। এসময় সাংবাদিকদের ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেই, পরে স্থানীয়দের সহযোগিতায় একটি ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যম গণমাধ্যম কর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সাংবাদিক শাহীন আলম বলেন,গোমস্তাপুর সাব রেজিস্ট্রার অফিসের অনিয়ন-দুর্নীতির মানববন্ধনের সংবাদ সংগ্রহকালে আমাকে ও আরেক সহকর্মী সামিরুল ইসলামেক লাঞ্ছিত করে আমার দু্িট মোবাইল ফোন বহিরাগত কিছু সন্ত্রাসী এসে ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি ফোন উদ্ধার করা গেলেও আরেকটি ফোন এখনও পায়নি। এখন থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে এসেছি ।
এ বিষয়ে গোমস্তাপুর সাব -রেজিস্ট্রার (ভারপ্রপ্ত) মোঃ জহিরুল ইসলাম বলেন, বহিরাগত দলিল লেখকদের হামলায় এই অনাঙ্খাকিত ঘটনা ঘটেছে। তবে,  তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ রইস উদ্দিন বলেন এ ঘটনা দুইটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত