পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার (শাড়ী) বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা বাগমারা, বেলাল বাজার কালিতলা এলাকায় প্রায় সহস্রাধিক দুস্থ ও অসহায়দের মাঝে এ শাড়ী সামগ্রী বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম রুবেলের পক্ষে ডাঃ নাজমুল হোদা এমবিবিএস ( রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল) সিসিডি (বারডেম), সিএমইউ (বিমুর) এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ হায়দার আলী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি সোনা আলী।
ঈদ সামগ্রী (শাড়ী) বিতরণ অনুষ্ঠানে ডাঃ নাজমুল হোদা বলেন, এস এম রুবেল একজন জনদরদি, জনবান্ধব ও মানবতার ফেরিওয়ালা । তিনি যেখানেই থাকুন না কেন, চাঁপাইনবাবগঞ্জে গরীব-দুঃখী মানুষের কথা কখনই ভুলে যাননি। এবারে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই।
মোঃ হায়দার আলী বলেন, এস এম রুবেলের মতো ত্যাগী সাংবাদিক চাঁপাইনবাবগঞ্জে আর নেই। তার বর্ণাঢ্য জীবনের অনেকটা সময় তিনি সাংবাদিক দের জন্য নির্যাতিত হয়ে কাটিয়েছেন, তবে তিনি কখনোই ফ্যাসিস্টদের সাথে আঁতাত করেননি।
ডাঃ নাজমুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম নাহিদ হাফেজ তারেক প্রমুখ।