প্রবাসীর অধি কার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে ‘জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন এর আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী,
গোমস্তাপুর উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার ওমর ফারুক ও মিজানুর রহমান ,এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, প্রবাসবন্ধু ফোরামের সদস্য, ভলান্টিয়ার, বিদেশ ফেরত অভিবাসী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ব্র্যাক এর সদস্যবৃন্দ সহ আরও অন্যরা।