1. news@bijoytv24.news : বিজয় বাংলা টিভি : বিজয় বাংলা টিভি
  2. info@www.bijoytv24.news : বিজয় টিভি ২৪ :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

গোমস্তাপুরে ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত।

শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(০৬ অক্টোবর) সকালে গোমস্তাপুর উপজেলার ৮ নং আলী নগর ইউনিয়ন পরিষদের হলরুমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম রেজা রয়েল, ভারপ্রাপ্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ মুনসাদ আলী
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের সচিব সজীব কুমার সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসবন্ধু ফোরামের সম্মানিত তথ্য ও প্রচার সম্পাদক শাহিন আলম, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড এর ইউ,পি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ ফেরত অভিবাসী ও সাংবাদিক প্রমূখসহ এলাকার আরও বিভিন্ন স্তরের প্রতিনিধিগন।
কর্মশালাটি সঞ্চালনা করেন, মোঃ ওমর ফারুক, প্রোগ্রাম অর্গানাইজার, গোমস্তাপুর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও শুভসূচনা করেন, ৮ নং আলী নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ জনাব মোঃ শামিম রেজা রয়েল । অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জনাব মো : সোহেল রানা, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, এমআরএসসি চাঁপাইনবাবগঞ্জ। তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং প্রত্যাশা – ২ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা নিয়মিত উপায়ে, স্বল্প খরচে, প্রশিক্ষিত হয়ে কিভাবে বিদেশে যেতে পারেন এবং কোথায় থেকে কি ধরনের সেবা পাওয়া যাবে তা সকলের উদ্দেশ্য তুলে ধরেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহ, রেফারেল সেবার বিষয়ে উপস্থিতি সকলকে অবহিত করেন । এরপর তিনি বলেন যে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে বাংলাদেশের ৩টি বিমান বন্ধর- ঢাকা, সিলেট ও চট্রগ্রামে জরুরি সহায়তা প্রদান করা হয়। বিদেশ আটকে পড়া ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিসা সহায়তা, দেশে লাশ আনতে সহায়তাসহ নানাবিধ ভালো কাজের সাথে আছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। তিনি সকলকে বলেন, বিদেশে গমনেচ্ছুক বা বিদেশ-ফেরত অভিবাসীদের যেকোনো প্রয়োজনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ অফিস অথবা প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। বিদেশ ফেরত অভিবাসীরাও তাদের মতামত ব্যক্ত করেন,
এরপর বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও ভারপ্রাপ্ত প্রধান অতিথি তারা বলেন যে , ব্র্যাক জনগনকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাইগ্রেশন প্রোগ্রাম কার্যক্রম শুরু করেছে। মাইগ্রেশন প্রোগ্রাম আলী নগর ইউনিয়নসহ চাপাইনবাবগঞ্জ বাসীর জন্য খুশির খবর। তাই, ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের প্রতি আমরা কৃতজ্ঞ। আলী নগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তার করা হবে বলে আশ্বস্ত করেন। পাশাপাশি সকল ইউপি মেম্বারদেরকে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের খুঁজে দিতে বলেন।
সমাপনী বক্তব্যে সভাপতি জনাব মো: শামিম রেজা রয়েল বলেন যে আমরা সবাই ‍মিলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাথে আছি। প্রবাস ফেরত অভিবাসীদেরকে ব্র্যাকে রেফারের মাধ্যমে সহায়তার ব্যবস্থা করবো। পরিশেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।
কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, মোঃ ওমর ফারুক, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত